বগুড়ার কাহালুতে মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পরে কাটা পরে মৃত্যু হয়েছে মা এবং ছেলে উভয়েরই। মৃত মহিলা কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের ফেলানী (৫০) এবং ছেলে রাজ বাবু (২৮)।
প্রত্যক্ষদশীরা জানায়, বেলা ১.৩০ এ লালমনিহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস-৭৫২ কাহালু স্টেশনের দিকে আসলে এ সময় মানসিক ভারসাম্যহীন ছেলে রাজ বাবু রেললাইন পার হতে থাকে। ছেলে রাজ কে লাইনের উপর দেখার পর তার মা ফেলানী চিৎকার করতে করতে দ্রুত লাইনের দিকে এগিয়ে আসে। এমতোবস্থায় ট্রেনের নিচে পরে কেটে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যায় দু’জনেই। ঘটনাটি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার (চুক্তি) মো. আতাউর রহমান।
পরে বগুড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাহালু থানা পুলিশের সহযোগীতায় লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেন।
বগুড়া রেলওয়ে পুলিশের কর্মকর্তা ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন জানান, লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় মহিলা ওয়ার্ড কমিশনার আসমা বেগম জানান, ফেলানী সাগাটিয়া গ্রামের বাসিন্দা, সে দীর্ঘদীন যাবৎ কাহালু রেলওয়ে বটতলা এলাকায় ভ্রাম্যমান বুট-বাদাম সহ বিভিন্ন খাবারের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় বেলা ১টার দিকে দোকান সাজানোর সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে রাজ বাবুকে রেল লাইনের মধ্যে দেখতে পান। তাকে বাঁচাতে এসে দুজনেই ট্রেনে কাটা পরে মারা যায়।
স্থানীয় সংসদ সদস্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আলহাজ¦ মোঃ মোশারফ হোসেন ও কাহালু পৌর মেয়র আলহাজ¦ মোঃ হেলাল উদ্দিন কবিরাজ ওই ঘটনাস্থলটি পরিদর্শন করেন। ঘটনাটি ঘটার পর তা দেখতে ওই স্থানে শত শত মানুষ ভীড় জমায়।