“রক্তদিন জীবন বাঁচান” শ্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন জেলার গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের (জিবিডিসি) উপদেষ্টা মন্ডলীর পরামর্শ সভা রোববার রাতে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার এ- ডক্টরস চেম্বারের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব সিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডাঃ তুষার দেব বৈষ্ণব। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার সেকেন্ড কর্মকর্তা এসআই মোঃ মিজানুর রহমান, ডাঃ রাজিয়া সুলতানা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, ডায়াগনস্টিক এ- ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, ক্লিনিক ও বেসরকারী হাসপাতালের মালিক রুপা আক্তার, আরএম এসকেন্দার, খলিফা শওকত উল্লাহ, মাহামুদ হোসেন শরীফ, আলহাজ¦ মোঃ সাজ্জাদ হোসেন বাবুল। বক্তব্য রাখেন গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী সুজন প্রমুখ।