বগুড়ার নন্দীগ্রামে প্রতিপক্ষের মারপিটে শ্রী তরুন রবিদাস (১৫) নামে এক আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা অর্জন চন্দ্র রবিদাস বাদী হয়ে থানায় সাবেক কৃষকলীগ নেতার ৩ ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছে।
সোমবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। আদিবাসী শ্রী তরুন রবিদাস চাকলমা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও ওই গ্রামের শ্রী অর্জন চন্দ্র রবিদাসের ছেলে।
অভিযোগে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে চাকলমা গ্রামে ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি শাহাজান আলীর তিন ছেলে পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের আদিবাসী অর্জন চন্দ্র রবিদাসের বসত বাড়িতে গিয়ে তরুন রবিদাসকে এলোপাথারী ভাবে মারপিট করে। এতে তরুন রবিদাস গুরুত্বর আহত হয়। তাকে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে সাবেক কৃষকলীগ নেতা শাজাহান আলী বলেন, আদিবাসী তরুন রবিদাস মুসলিম মেয়েকে প্রায় সময় উক্তাত্ত করে। এর প্রতিবাদ করতে গিয়ে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।
এ প্রসঙ্গে থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, আদিবাসী শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।