সারিয়াকান্দির ফুলবাড়ী গমির উদ্দিন বহুমূখী স্কুল এন্ড কলেজে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষের বক্তব্য শেষে প্রথম, ২য় ও ৩য় বক্তাকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোকছেদুল আলম। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, আহসান হাবীব রুকু, মমতাজ বেগম, প্রভাষক সাহাদত জামান, আজমল হোসাইন, ফেরদৌস হোসেন উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় তৌফিকা, আরাফাত, মাবিয়া, মেশকাতুল জান্নাত, সুরাইয়া প্রমুখ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।