শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে শহরের জয়পুরপাড়া মদিনাতুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জেলা কৃষকদলের উদ্যোগে কম্বল বিতরন করা হয়েছে। জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা। এসময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সুবর্ণা মুক্তি, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, আনোয়ারুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম, বদিউজ্জামান বদি, মিলন এবং অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি নাইমুল হক।