বাকেরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় স্বামী-স্ত্রী ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন মোঃ সালাম হোসেন মুনসুর (৪৮) ও তার স্ত্রী জেসমিন বেগম (৪২)। হামলাকারীরা স্বর্ণালঙ্কারসহ ৭২টাকার মালামাল ছিনাইয়া নেয়। এ ঘটনায় আহত সালাম হোসেন মুনসুর ৬জনকে বিবাদী করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের সালাম হোসেন মনসুরের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের জহির মোল্লা ও রফিক মোল্লাদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে ৩১ জানুয়ারি সালাম হোসেন মুনসুর সকাল বেলা বিবাদী হাবিব সিকদারের বাড়ির সামনে দিয়ে হাঁটে যাওয়ার সময় আজিজ শিকদারের স্ত্রী আলেয়া বেগম মল ভর্তি বালতি তার দিকে ছুঁড়ে দেয়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানালে ওই দিন বিকেল ৫টার সময় হাবিব সিকদার, রাজ্জাক শিকদার, আজিজ শিকদার ও আলেয়া বেগমসহ ৮-১০ জন ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তার উপর হামলা করে। এ সময় তার স্ত্রী জেসমিন বেগম বাঁচাতে এলে হামলাকারীরা তাহার পরিধেয় কাপড় টানাহেচরা করে অর্ধনগ্ন করিয়া শ্লীলতাহানি করে। যাবার সময় হামলাকারীরা স্বর্ণালঙ্কারসহ তাদের ৭২ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাদের ডাক-চিৎকার শুনে এসে তাদেরকে উদ্ধার করেন।