ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আসন্ন এস,এস,সি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: বশিগাজী তার নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেল করেছেন। রবিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহি অফিসার তার কার্যালয় লিখিত বক্তপাঠ করেন এবং তিনি বলেন, এস,এস,সি পরীক্ষা শুরু কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শুধু পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারামতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা থাকবে, পরীক্ষা হলের আশপাশে বই পুস্তক এবং খাতা কলম সহ অবস্থান ও ঘোরাঘুরি নিষিদ্ধ করা হলো, পরীক্ষা চলাকালীন ও এর আগে পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বে-আইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে, পরীক্ষা কেন্দ্রের সন্নিকটে সকল হাটবাজার ও লোকালয়ে বাণিজ্যিক ফাটোকপিয়ার মেশিনের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হলো, পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ব্যতীত কোনো প্রতিষ্ঠান প্রধান বা কোনো শিক্ষক পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন অবস্থা ও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অভিভাবকদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ সকল নিয়ম যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাহি অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন ইত্তেফাক পত্রিকার সাংবাদিক মনিরুজ্জমান মনির, নীল রতন দে, আবদুল মালেক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: সোহেল মাষ্টার, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রমুখ।