মুলাদীতে ১০টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে আজ (সোমবার)। উপজেলার ৭টি এসএসসি কেন্দ্রে ৩ হাজার ২১৭ জন শিক্ষার্থী এবং ২টি দাখিল পরীক্ষা কেন্দ্রে ৫০১জন এবং এসএসসি ভোকেশনার কেন্দ্রে ৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন কেন্দ্র সচিবগণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায় ২০২০ সালে মুলাদী কেন্দ্রে ৪৫৩জন, সফিপুর কেন্দ্রে ৩৭০ জন, কাজিরচর (খাসেরহাট) কেন্দ্রে ৭০৭জন, চরকালেখান কেন্দ্রে ৬১৬ জন, নাজিরপুর কেন্দ্রে ৪৫২ জন, লক্ষ্মীপুর কেন্দ্রে ৩২০ জন এবং বাটামারা কেন্দ্রে ২৯৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মুলাদী মাদরাসা কেন্দ্রে ১৭৮ এবং চরকালেখান মাদরাসা কেন্দ্রে ৩২৩জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ ছাড়া বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ কেন্দ্রে ৭৫জন শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিস।