মুলাদীতে অগ্নিকা-ে একটি ওয়ার্কশপ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেরটার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দোকান মালিক শাহজাহান মোল্লা জানান শনিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। রাত ১টার দিকে তার দোকানে বিকট শব্দে হাওয়া মেশিন বিস্ফোরিত হলে এলাকাবাসী ছুটে আসেন এবং দোকানে আগুন দেখে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। প্রায় ১ঘন্টার অগ্নিকা-ে সম্পূর্ণ দোকান পুড়ে যায়। এতে তার সাড়ে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।