মুলাদীতে প্রিন্স হত্যা মামলার আসামি মুদি দোকানী মোখলেছ খঁাঁনকে হত্যার ঘটনায ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মুলাদী থানা ওসি মো. ফয়েজ উদ্দীন মৃধা বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ এলায় অভিযান চালিয়ে আলতাফ ফকিরের স্ত্রী রুনু বেগম, জামাল হাওলাদারের স্ত্রী নূপুর বেগম, শাহীন হাওলাদারের স্ত্রী শিউলী বেগম, সলেমান ফকিরের স্ত্রী বিথী বেগম ও কালাম হাওলাদারের স্ত্রী তহমিনা বেগমকে গ্রেফতার। গত ৩১ জানুয়ারি বেলা ১২টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ এলাকার শাহীন হাওলাদার ও আলতাফ ফকিরের নেতৃত্বে ১২/১৫জন দুর্বৃত্ত হামলা চালিয়ে একই এলাকার মুজাম্মেল ওরফে মুজাম খানের ছেলে মোখলেছ খাকে কুপিয়ে আহত করলে রাত ৮টার দিকে তিনি মারা যান। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় ৫মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।