পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের এক কৃষক মূলার বীজ কিনে আবাদ করে প্রতারিত হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা কৃষি অফিসে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি। অবশেষে বীজ বিক্রেতার নামে রাজশাহী বিভাগীয় কমিশনার,পাবনা জেলা প্রশাসক,পুলিশ সুপার,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে,চরপাড়া গ্রামের কৃষক মো. আবুল হোসেন সম্প্রতি চাটমোহর বাসস্ট্যান্ডের বীজ ভান্ডারের মালিক আঃ খালেকের কাছ থেকে চায়না-৩৫ বীজ কেনেন। কৃষককে বলা হয় ৫০ দিনের মধ্যে দেড় বিঘা জমিতে ৩৫০ মণ মুলা হবে। কৃষক আবুল হোসেন তার দেড় বিঘা জমিতে মূলার বীজ বপন করেন। কিন্তু এক মাস পর দেখা যায়,মূলা নয় শুধু মূলার শাক হয়েছে। কৃষক বিষয়টি বীজ ভান্ডারের মালিক আঃ খালেককে বললে,সে বলে মাটির দোষ,তাই মুলা না হয়ে শাক হয়েছে। নিরুপায় কৃষক বিষয়টি উপজেলা কৃষি অফিস ও গুনাইগাছা ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ আকারে দাখিল করেন। কৃষি অফিস থেকে সরজমিন তদন্ত করা হয় ও মাটি সংগ্রহ করা হয়। কৃষককে ফের মুলা আবাদের কথা বলা হয়। ওই কৃষক একই জমিতে আবারো মূলার আবাদ করেন এবং মাত্র ১৫ দিনের মধ্যে ভালো মুলা হয়। এই মূলাও কৃষি অফিসে জমা দেওয়া হয়। কিন্তু কৃষক আবুল হোসেন কোথাও কোনো প্রতিকার পাচ্ছেন না। তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারণ ৩৫০ মণ মূলার বাজার মূল্য ওই সময় অনেক ছিলো। প্রতি কেজি মুলা ৪০/৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল ইমরান জানান,মাটি ভালোই মনে হয়েছে। তারণ ২য় দফা মুলা হয়েছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ব্যবস্থা নিতে পারেন।