“সবাই মিলে হাত মেলায়, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রোববার বগুড়ার কাহালু উপজেলা ৎুশাসন ও উপজেলা খাদ্য দপ্তরের যৌথ আয়োজনে এক র্যালি বের করে।
র্যালি শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. মোশারফ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামানিক, কাহালু কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল আলম, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. গোলাম মোর্শেদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো. উজ্জল হোসেন, কাহালু খাদ্য গুদাম কর্মকর্তা মো. মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।