ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মা মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মালেকা বেগম (২৫) তার চার বছরের মেয়ে ফাতেমা এবং রিকশাচালক জুয়েল (৪০)।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে মালেকা বেগম রিকশা যোগে তার মেয়েকে নিয়ে নবীনগর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে রিকশাটি জাতীয় স্মৃতিসৌধের সামনে পৌঁছালে পাটুরিয়াগামী কাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাশের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেও মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূইয়া বলেন, দুর্ঘটনায় নিহত তিন জনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে।