নোয়াখালীর সেনবাগে এক কিশোরীকে (১৪) জোরপূর্বক শ্লীলতাহীর ঘটনায় আবদুস সাত্তার (৫৫) নামে একজনকে হাতেনাতে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে গ্রামবাসি। ঘটনাটি ঘটে উপজেলার উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামে শনিবার দুপুরে। এ ঘটনার খবর থানা পুলিশকে জানানোর পর সন্ধ্যায় পুলিশ আবদুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত আবদুস সাত্তার ওই গ্রামের লুৎফুর রহমানের ছেলে ।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা (ওসি তদন্ত) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে জানান, হোমনাবাদ-শ্রীপুর গ্রামের এক কিশোরী (১৪) শনিবার দুপুরে তাদের বাড়ির রান্না ঘরে ভাত রান্না করছিলেন। এ সময় একই এলাকায় আবদুস সাত্তার তাকে একাকী পেয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে। এ সময় ভিকটিমের চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে আসলে আবদুস সাত্তার দ্রুত পালিয়ে যায়।
তিনি জানান, পরে এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েই অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ঘটনা স্বীকার করেছে। তাকে গতকাল রোববার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।