ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দুই মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিজয়ের খবরে শনিবার রাতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই বরিশাল নগরীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
দলীয় কার্যালয়ের সামনে থেকে নৌকার বিজয় স্লোগান দিয়ে বের করা মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিজয় মিছিল থেকে বিজয়ী আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এবং বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। সবশেষে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিষ্টি বিতরণ করেন।