পাবনার সুজানগরের এক সময়ের প্রচণ্ড স্রোতস্বিনী প্রমত্ত গাজনার বিল চৈত্র মাস আসার আগেই শুকিয়ে গেছে। ফলে বিলে এখন আর মাছ পাওয়া যাচ্ছেনা। মাছের পরিবর্তে গোটা বিল জুড়ে আবাদ করা হয়েছে পেঁয়াজ এবং ধান।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, সরকারি এবং ব্যক্তি মালিকানা মিলে প্রায় ৬ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠা ওই বিলে এক সময় সারা বছর পানি থৈ থৈ করতো। এ সময় উপজেলার মৎস্যজীবীরা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কালের আবর্তনে বর্তমানে বিলটিতে আর সারা বছর পানি থাকেনা। বিশেষ করে বিলে পানি আসার মূল উৎসহ পদ্মা নদীর পানি অগ্রহায়ণ-পৌষ মাসে কমে যাওয়া মাত্র বিলটি শুকিয়ে যায়। তাছাড়া পদ্মা নদী নিজেও বর্তমানে একটি মরা খালে পরিণত হয়েছে। ফলে বিলটিতে বছরের ৬ মাস পানি থাকলেও আর ৬ মাস শুকনা থাকে। বিলপাড়ের উলাট গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান, পৌষ মাস আসার আগেই বিলের ক্যানাল ছাড়া সর্বত্র শুকিয়ে যায়। ফলে এ সময় বিলপাড়ের প্রায় অর্ধশত গ্রামের হাজার হাজার কৃষক বিশাল বিলের বুক জুড়ে পেঁয়াজ এবং ধানসহ বিভিন্ন ফসল আবাদ করেন। বর্তমানে গোটা বিল জুড়ে শোভা পাচ্ছে পেঁয়াজ আর ধান। তবে ধানের চেয়ে পেঁয়াজের আবাদ বেশি। পেঁয়াজের ফলন বেশি এবং দামও বেশ ভাল। সেকারণে বিল পাড়ের অধিকাংশ কৃষক বিলের জমিতে পেঁয়াজ আবাদ করেন বলে উপজেলার দুর্গাপুর গ্রামের আদর্শ কৃষক কামরুজ্জামান জানান। উপজেলার দুলাই গ্রামের আদর্শ কৃষক গোলাম রসূল মাস্টার বলেন গাজনার বিল উপজেলার মানুষের জন্য আর্শীবাদ। কেননা বিলে যখন পানি থাকে তখন মৎস্যজীবীরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। আর যখন পানি থাকেনা তখন কৃষকরা বিলের জমিতে ফসল আবাদ করে লাভবান হন।