ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের বনানীর
নির্বাচনি কার্যালয়ে জয়ের উল্লাস করেছে দলের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নেতাকর্মীরা আতিকুল ইসলামকে ঘিরে বিজয় স্লোগান দিতে থাকেন, ‘বিজয় বিজয় বিজয় হলো, আতিক ভাইয়ের বিজয় হলো।’
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উত্তর সিটি নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই আতিকের সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুব লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্যরা।