ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ১৩১৮টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় ৬১৯টি কেন্দ্রের। এর মধ্যে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২ লাখ ৯৬৯ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট।
হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ পেয়েছেন ১৪০৯৮ ভোট। কাস্তে প্রতীকে কমিউনিস্ট প্রার্থী আহম্মেদ সাজেদুল হক রুবেল পেয়েছেন ৬৮৫৭ ভোট। আম প্রতীকে আনিসুর রহমান দেওয়ান পেয়েছেন ১৭১৯ ভোট। বাঘ প্রতীকে শাহীন খান পেয়েছেন ৯৭৯ ভোট।
শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে রিটার্নিং অফিসার মো. আবুল কাসেম উক্ত ফলাফল ঘোষণা করেন। এই অডিটরিয়াম থেকেই উত্তর সিটি করপোরেশনের সমস্ত ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হচ্ছে।