বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহারে মারিয়া মাদার জেনারেল হাসপাতালে নেদারল্যান্ডের ডাক্তার দ্বারা বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জানা গেছে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে মারিয়া মাদার জেনারেল হাসপাতালে আলোশিখার গত ৩০ জানুয়ারি থেকে নেদারল্যান্ডের চারজন বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা করে যাচ্ছে। আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার জানান নেদাল্যান্ড থেকে আগত চার জন বিশেষজ্ঞ ডাক্তারগন টিউমার, অতিরিক্ত আঙ্গুল, যেকোনো পোড়া, সার্জারী, ঠোট কাটা, তালু কাটা সহ বিভিন্ন রোগের বিনামূল্যে অপারেশন করা হচ্ছে। গত ৩ দিনে জটিল ও কঠিন রোগের ১৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ১৭ জন রোগীর সফলভাবে অপারেশন করা হয়েছে। নেদারল্যান্ড এসটি ব্রান্ডউনডেন আলোশিখা থেকে আগত চিকিৎসক হলেন ডাঃ পিটার হুপ, ডাঃ মি থিম গ্রন রবীন, ডাঃ মার্লিন মিমি হালদার, ওয়াইএমপিজে লুইজিস, কেরোলা ব্রক এদের সাথে সহযোগীতায় ছিলেন হাসপাতাল ইনচার্জ বেঞ্জামিন হালদার, ডাঃ সোহাগ, ডাঃ চঞ্চল প্রমুখ।