বাকেরগঞ্জ উপজেলার সকল তৃণমূল পেশাজীবী সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও নিরলস প্রচেষ্টায় দূর হবে সকল ধরণের অপসাংবাদিকতা। শুক্রবার সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ এল এফ জি চাইনিজ রেস্তোরায় আয়োজিত ডিনার পার্টি ও চা-চক্রে উপস্থিত সাংবাদিকরা তাদের এ দাবি তুলে ধরেন। বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, বরিশাল প্রতিদিনের অধ্যাপক জাকির জমাদ্দার, সাংবাদিক ক্লাবের সভাপতি তালুকদার মোঃ জুয়েল, সাধারণ সম্পাদক বিএম রেজাউল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি দীন মোহাম্মদ দীনু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মনির, দৈনিক বরিশালের আজকালের মোঃ মাসুদ সিকদার, বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক বরিশালের কথার শফিকুল আলম নাসির, আনন্দ টিভির মোঃ বায়েজিদ বাপ্পি, বাংলা টিভির এস এম পলাশ,সিএনএন বাংলা টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিনের বরিশাল জেলা প্রতিনিধি রিয়াজ শরীফ,দৈনিক শাহনামার মোঃ মোশাররফ হোসেন, দৈনিক কলমের কন্ঠের নজরুল ইসলাম খান মাহফুজ, দৈনিক বরিশাল সময়ের মাসুদুর রহমান মোর্শেদ, এশিয়ান টিভির উত্তম কুমার, দৈনিক বিপ্লবী বাংলাদেশের নজরুল ইসলাম খান আলীম, দৈনিক বাংলাদেশ বাণীর অরুন দাস, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি রিয়াজ শরীফ, মোঃ বেলাল হোসেন, দৈনিক মাতৃ জগতের প্রভাষক মহসিন, দৈনিক সুন্দরবনের উত্তম কুমার দাস, দৈনিক বরিশালের কন্ঠের রাসেল, দৈনিক আজকের পরিবর্তনের মোঃ পলাশ হাওলাদার, দৈনিক সংবাদ বরিশালের মোঃ সুমন ভুইয়া, স্বদেশ টিভির মাইদুল ইসলাম মামুন প্রমূখ। সাংবাদিকদের চা-চক্রের মধ্যমণি ছিলেন বাকেরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম হাওলাদার। এলএফজি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত চা-চক্রটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে কেউ যাতে কোন ধরণের অপকর্ম করতে না পারে সেজন্য মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অপসাংবাদিকতা রুখবেন বলে একমত পোষণ করেন।