বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর নায়েব উল্লার ছেলে হেলাল মন্ডল (৪৮), হেলাল মন্ডলের ছেলে সোবহান ওরফে সুইট (৩২), রথবাড়ির হাবিলের ছেলে শাওন হোসেন (৩৩) ও লকু পশ্চিম কলোনীর মহাবুল আলীর ছেলে আতাউর রহমান রাজু (৩৪)।
এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমান জানান, হেলাল ও সুইটের বিরুদ্ধে জি আর ১৭৩/১৬ আদালতের মামলার সাজা রয়েছে। আর শাওন ও রাজু জি আর মামলায় পলাতক আসামি ছিল। শনিবার দুপুরে পুলিশ তাদের কে বগুড়া আদালতে প্রেরণ করেছে।