“অন্ধ জনে দেহ আলো” এই স্লোগান নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়ায় উদ্বোধন হলো প্রতিমাসের দু’দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির ও গাইনী বিষয়ক রোগ নির্ণয় সেবা কার্যক্রমের ক্যাম্প ।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে থুকড়া অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে মরহুম ফকির শাহাদাৎ আলী স্মরণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
অগ্রণী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রিন্সিপ্যাল অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ জানান; প্রতিমাসের ১ ও ১৫ তারিখ বিনামূল্যে চক্ষু শিবির ও গাইনী বিষয়ক রোগ নির্ণয় কার্যক্রমের পাশাপাশি অসহায় গরিব রোগীদের ফ্রি ঔষধ প্রদান শুরু করেছি।
শনিবার সমিতির কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস, প্রিন্সিপ্যাল অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ, ম্যানেজার জি এম ফিরোজ, ফারজানা জাফর, নিজাম মোল্যা, এফ এম মাসুদুর রহমান, জাহানারা সুলতানা প্রমুখ।
উদ্বোধনী দিনে রোগীর সেবা প্রদান করেছেন ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ মোহাইমেনুর রহমান, খুলনা আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনী) ডা. কানিজ ফাতেমা ও উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মোঃ বি ইউ রোমেল।
প্রতি প্রতিমাসের ১ ও ১৫ তারিখ সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখবেন বলে সমিতি সূত্রে জানা যায়।