বগুড়ার শাজাহানপুরে পৈতৃক সম্পত্তি না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন মিন্টু মিয়া (৩৫) নামে একজন দিনমজুর। বৈমাত্রিয় ভাই ও ভাতিজাদের হুমকি-ধামকিতে নিজের অধিকার আদায়ে ব্যর্থ হয়ে এখন তিনি বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
মিন্টু মিয়া জানান, তার বাবা উপজেলার খরনা ধাওয়াপাড়ার মৃত সোরাপ আলীর দ্বিতীয় পক্ষের একমাত্র সন্তান তিনি। তার বাবার প্রথম পক্ষের দুই ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। বাবা সোরাপ আলী প্রায় ৩৬ বছর আগে মা মনোয়ারা বেগমকে দ্বিতীয় বিয়ে করে নিজ বাড়িতেই সংসার করেছেন। মাতৃগর্ভে সাত মাস বয়সে থাকা অবস্থায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের চাপের মুখে তার মাকে তালাক দেন বাবা সোরাপ আলী। এরপর উপজেলার খলিশাকান্দি গ্রামে নানার বাড়িতে তার জন্ম হয়। জন্মের পর বহু কষ্টে মা তাকে লালন পালন করেন। অভাবী সংসারে লেখাপড়া শিখতে পারেননি মিন্টু মিয়া। বাবা সোরাপ আলীও তেমন খোঁজ-খবর রাখেননি। মানুষের দয়ায় কোনো রকমে বড় হয়েছেন। এখন স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে দিনমজুরী করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন তিনি।
মিন্টু মিয়া আরো জানান, ২০০৫ সালে বাবা সোহরাব আলী মারা যান। বাবা মারা যাওয়ার পর ওয়ারিশমূলে পৈত্রিক সম্পত্তির মধ্যে ২ একর ৫৪ শতক জমির দাবিদার হলেও তার বৈমাত্রিয় ভাইয়েরা তা ভোগ করে আসছিলেন। অভাবের কারণে পৈতৃক সম্পত্তি খরনা মৌজার ৪৮ শতক জমি বিক্রি করতে চাইলে বৈমাত্রিয় ভাই মমতাজুর রহমান মন্টু তার ছেলেদের নামে ওই জমি তার কাছ থেকে কিনে নেন। এর কিছুদিন পর বাকি জমিটুকু আলাদা করে নিজে চাষাবাদ করতে চাইলে তা দিতে অস্বীকার করে এবং ভাই হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করেন বৈমাত্রিয় ভাই মমতাজুর রহমান মন্টু। এমনকি সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে গোপনে খারিজ করার জন্য ভূমি অফিসে যোগাযোগ করতে থাকে। জানতে পেরে অভিযোগ দেওয়া হলে এসিল্যান্ড খারিজ স্থগিত রেখে স্থানীয় একটি কামিল মাদ্রাসার অধ্যক্ষকে তদন্ত দেন। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন মিন্টু মিয়ার স্বপক্ষে আসে। এমতাবস্থায় চার মাস আগে ওই জমিতে চাষাবাদ করতে গেলে বৈমাত্রিয় ভাই ও ভাতিজারা বাঁধা প্রদান করে এবং বিভিন্ন ধরনে ভয়-ভীতি দেখায়। এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও কাজ হয়নি।
বৈমাত্রিয় ভাই মমতাজুর রহমান মন্টু বলেন, মিন্টু মিয়া নামে আমার কোনো ভাই নাই। সে আমার বাবার সন্তান নয়। আমি তাকে চিনি না। তা ছাড়া মিন্টু মিয়ার কাছ থেকে কোনো জমি কেনা হয়নি। ওই দলিল জাল।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, মিন্টু মিয়া মৃত সোরাপ আলীর দ্বিতীয় পক্ষের একমাত্র সন্তান। এটা গ্রামের সবাই জানে। মিন্টু মিয়াকে প্রত্যায়নপত্র দেওয়া হয়েছে। মমতাজুর রহমান মন্টু তার বৈমাত্রিয় ভাই মিন্টু মিয়াকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্ছিত করে অন্যায় করেছেন।
খরনা ইউপি চেয়ারম্যান সাজেদুর রহমান শাহীন জানান, মিন্টু মিয়া নিঃসন্দেহে মৃত সোরাপ আলীর সন্তান। এতে অস্বীকার করার কিছু নেই। মমতাজুর রহমান মন্টু যে করছেন সেটা ঠিক করছেন না। ইউনিয়ন পরিষদে অভিযোগ পেলে সুষ্ঠু ব্যবস্থা নেয়া হবে।