পঞ্চগড়ের বোদায় জাপান ভিত্তিক স্বেচ্ছাব্রতী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের আয়োজনে উপজেলার জেএসসি এবং পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি বছরের মত এবারও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড চত্বরে প্রায় চারশো শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ এর ডেভেলপমেন্ট কোÑঅর্ডিনেটর সোহেল রানা, আয়া কো-অর্ডিনেটর গাজী আনিকা আসলাম, প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, প্রত্যাশা ২০২১ ফোরামের সদস্য শফিউল আলম টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম। অতিথিদের বক্তব্যের ফাঁকে কিছু শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক তাঁদের অনুভূতি প্রকাশ করতে যেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক আতাউর রহমান, এনামুল হক, কৌশল চন্দ্র বর্মন, ইকবাল হোসেন, আব্দুস সাত্তার, জোছনা রানী। অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি ও গান পরিবেশন করে কৃতি শিক্ষার্থী সাইকা আলম, মেশকাতুল জান্নাত মৃণ¥য়, এশা জান্নাত, মেহেদী হাসান, সাহাদত হোসেন, বুশরা ই আজরিন, রাইয়ান সামনী রোজা, জুনায়েদ খান জয়, সাদিক আলম সিয়াম। মুক্তিযুদ্ধের উপর একক অভিনয় করে জেমি আক্তার।
এরপর শিক্ষার্থীদের মেডেল পড়িয়ে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার তাদের ১৮ জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয় এবং শুভেচ্ছা উপহার তুলে দেয়।