‘বর্তমান সমাজে মাদকাসক্ত এক মারাত্মক ব্যাধিতে উপনিত হয়েছে। তাই এই ব্যাধিকে দূর করতে হলে এর ক্ষতিকারক দিকগুলো উপস্থাপন পূর্বক গ্রাম বা মহল্লা থেকে শুরু করে দেশের সর্বত্র ব্যাপকভাবে প্রচারাভিযান চালাতে হবে। আর মাদকাসক্তে আক্রান্তের প্রথম ধাপে বড় ভুমিকা পালন করে থাকে ধুমপান। তরুণ ও যুবসমাজ সিগারেট থেকে ধীরে ধীরে মাদকের ভয়াল ছোবলে আক্রান্ত হচ্ছে।’ রাজশাহী মহানগরীতে ‘তামাকমুক্ত ঘোষণা’ শীর্ষক এক ক্যাম্পেইনের আলোচনা সভায় এসব কথা বলেছেন বক্তাগণ। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানবাধিকার ও উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র উদ্যোগে মহানগরীর ১১ নং ওয়ার্ড এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে ওই সভায় বক্তারাগণ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপানমুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এজন্য তার পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগে ছোট ছোট এলাকা তামাকমুক্ত করতে হবে। তাহলেই আস্তে আস্তে একদিন পুরো দেশ তামাকের ভয়াল ছোবল থেকে মুক্ত হবে।’ যার অংশ হিসেবে ১১ নং ওয়ার্ডকে তামাকমুক্ত করতে মাইকিংসহ সকল ধরনের প্রচার-প্রচারণা চালানোর উদ্যোগ নেয়া হবে বলেও জানিয়েছেন বক্তাগণ। আর ক্যাম্পেইন কর্মসূচি পালনে সহযোগিতা করছে ‘ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স-সিটিএফকে’।
ক্যাম্পেইন প্রোগ্রামে অন্যদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আরা খাতুন, রাজশাহী মহানগর শ্রমিক লীগের সভাপতি বদিউজ্জামান খায়ের, ১১ নং ওয়ার্ডের সচিব ওয়াজুল ইসলাম, সমাজসেবক ওয়াজেদ আলী, রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাহাজীপাড়া মহল্লা কমিটির সভাপতি ইমরান হোসেন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।
এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন সংস্থাটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের মিডিয়া ম্যানেজার আমজাদ হোসেন শিমুল। এসময় অন্যদের মধ্যে এসিডির প্রোগ্রাম অফিসার মো. আনোয়ার হোসেন, রাজশাহী মহানগর তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য গঠিত ইয়ূথ গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ ১১ নং কর্মকর্তা কর্মচারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজুর নেতৃত্বে ১১ নং ওয়ার্ড তামাকমুক্ত করার লক্ষ্যে ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে একটি ক্যাম্পেইন বের করা হয়। ক্যাম্পেইনটি রাজশাহী বালিক উচ্চ বিদ্যালয় ও সিটি কলেজ হয়ে ওয়ার্ডের বিভিন্ন বাজার, হোটেল, বিভিন্ন দোকানপাট ঘুরে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন তামাকের দোকানে তামাক কোম্পানীগুলোর আইন বহির্ভূত বিজ্ঞাপন অপসারণসহ তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলতে নির্দেশ দেন ওয়ার্ড কাউন্সিলর। সেই সাথে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টসহ সকল ধরনের পাবলিক প্লেসে ধূমপান না করতে এলাকাবাসীকে অনুরোধ জানান তিনি।
ক্যাম্পেইন শেষে ১১ নম্বর ওয়ার্ড তামাকমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে ওয়ার্ড কাউন্সিলর তামাকবিরোধী একটি কমিটি গঠন করেন। ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজুকে সভাপতি ও মহানগর শ্রমিক লীগ সভাপতি বদিউজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মহিলা কাউন্সিলর শিরিন আরা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পিয়ারী খাতুন। এছাড়া কমিটিতে চারজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে রাজশাহী মহানগরীর পাবলিক প্লেসগুলো শতভাগ ধূমপানমুক্ত, তামাক কোম্পানীগুলোর আইন বহির্ভুত বিজ্ঞাপন অপসারণসহ পুরো মহানগরীকে তামাকমুক্ত করতে ওয়ার্ডভিত্তিক এ ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করা হয়।