“আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার পাবনার সাঁথিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাঁথিয়া শাখার উদ্যোগে মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শাখার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ব্যাংকের ই-ওয়ালেট তথা এডিসি প্রোডাক্টস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা ও র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে ব্যাংক কার্যালয়ে ব্যাংকের এফএভিপি এবং শাখা প্রধান আবুল কালাম সিদ্দিকির সভাপতিত্বে ও জুনিয়র অফিসার মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাওঃ আব্দুল মালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন,ব্যাংকের ম্যানেজার অপারেশন্স আলতাফ হোসেন,সাঁথিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি প্রভাষক জালাল উদ্দিন,ব্যাংকের জিবি ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ। ব্যাংকের ম্যনেজার তার বক্তব্যে বলেন,ইসলামী ব্যাংকের আধুনিক সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য এবং এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক।