নাছির উদ্দিন। পিয়নের চাকরিতে যোগদান মাত্র ২৩০ টাকা বেতনে। কিন্তু সময়ের ব্যবধানে চট্টগ্রামে তিনি এখন বিরাট কোটিপতি। বাগিয়ে নিয়েছেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদও। প্রতিনিয়ত চড়েন ২৪ লাখ টাকা দামের বিলাস বহুল গাড়িতে। সমাজে চলেন ফেরেন আধুনিক সকল বেশভুষায়। কেউ দেখলে বলবেনা যে, তিনিই একসময় পিয়ন ছিলেন। ওদিকে নামে-বেনামে গড়েছেন অবৈধ সম্পদও। সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য বের হয়ে আসে। একাধিক সূত্র জানায়, ওই নাছির উদ্দিন পদ্মা অয়েল কোম্পানি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে কোম্পানির পতেঙ্গা গুপ্তখাল ডিপোতে সুপারভাইজর (ভেল্ট ফিলিং) হিসেবে কর্মরত আছেন।
তিনি মুলত: অস্থায়ী ‘সিকিউরিটি গার্ড’ পদে এই কোম্পানীতে যোগদান করেন। একপর্যায়ে ১৯৮৬ সালের ২৩ আগস্ট ২৩০ টাকা বেসিক বেতনে ‘পিয়ন’ হিসেবে তাঁর চাকরি নিয়মিত হয়। চতুর্থ শ্রেণির ওই পদে যোগদান করলেও প্রতিষ্ঠানটির নানাজনের সাথে তাঁর সখ্য গড়ে উঠে। ফলে অন্যান্যের করেন কোনঠাসা। আর প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়েরের মেয়াদকালেই নাছিরের সম্পদের পরিমাণ কয়েক লাফে বেড়ে যায়। যা অপর কর্মরতদের কাছে অবিশ্বাস্য হয়েছিল। কোম্পানীর সুনজরে থাকা নাছির ২০১৪ সালের ‘ট্যাংকলরী হেলপার’ থেকে ‘চেকার’, এবং পরের ছয় মাসের মাথায় ‘সুপারভাইজর’ হিসেবে পদোন্নতি পান। এরপরেই তাঁর কুকর্মের আমলনামা বেড়ে যায়। সূত্র জানায়, বিগত ২০১৭ সালের নভেম্বর মাসে দুদকে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ জমা হয়। এই অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এরপর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর অনুসন্ধানকারী কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানে নামেন।
একপর্যায়ে জানতে পারেন নাছির উদ্দিনের অবৈধ সম্পদের বিশাল পাহাড়ের খবরটি। ২০১৯ সালের ২৫ এপ্রিল নাছিরকে সম্পদ বিবরণী জমা দেয়ার নোটিশ জারি করে দুদক। গত বছরের মাঝামাঝিতে দুদকে নিজের সম্পদ বিবরণী জমা দেন তিনি। ওই সরকার দলীয় আওয়ামী লীগ সমর্থিত সিবিএ নেতা শুধু শেয়ার ব্যবসায় বিনিয়োগ করেছেন ৪০ লাখ টাকা। আর ২৪ লাখ টাকার প্রাইভেট কার রয়েছে তাঁর। এছাড়াও ব্যাংক হিসেবে রয়েছে ৩৬ লাখ টাকা। ঘোষিত সম্পদের তালিকায় তার নামে ৫০ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেছেন। এসব স্বর্ণের মূল্য দেখানো হয়েছে মাত্র এক লাখ ৭০ হাজার টাকা। ২৫ লাখ টাকা বিনিয়োগ রয়েছে কমিউনিটি সেন্টারের ব্যবসায়ও। সম্পদ বিবরণীতে দায় দেনা হিসেবে ব্যাংক থেকে অন্তত ৫০ লাখ ঋণের কথাও উল্লেখ করেছেন তিনি। চট্টগ্রামের আনোয়ারা চাতরি চৌমুহনীর সন্নিকটে পিএবি সড়কের পাশেই শশী কমিউনিটি সেন্টার তাঁর। নাছির উদ্দিনের মালিকানাধীন জমিসহ ওই কমিউনিটি সেন্টারের মূল্য অন্তত ১০ কোটি টাকা। অথচ তাঁর সম্পদ বিবরণীতে কমিউনিটি সেন্টারে বিনিয়োগ হিসেবে দেখানো হয়েছে মাত্র ২৫ লাখ টাকা।
৫০ ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা দেখালেও বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা। অপরদিকে বিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে, নাছির উদ্দিন ওই কোম্পানীতে নানা ধরনের দুর্নীতি করে বিগত সময়ে অন্তত ৭০-৭৫ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এখন নিজকে রক্ষার জন্য প্রশাসনের ওপরের মহলে গত কয়েকদিন দৌড়ঝাঁপ করছেন। সিবিএ নেতা নাছিরের নামে-বেনামে অর্জিত সম্পদ যাচাইয়ের জন্য ইতোমধ্যে দেশের প্রত্যেকটি সাব-রেজিস্ট্রার অফিস, বিআরটিএ ও তফসিলী ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে দুদক। একইসাথে তাঁর স্ত্রী ইয়াছমিন আখতার, মেয়ে নুসরাত জাহান নিশি, ছেলে শাহরিয়ার নওশাদ ও ইশরাত আবেদীনের ব্যাংক হিসাব তলব করেছে দুদক। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এতে সিবিএ সাধারণ সম্পাদকের নিজে ও স্ত্রী-সন্তানের নামে কোনো ব্যাংক হিসাব রয়েছে কিনা, থাকলে ব্যাংক লেনদেনের তথ্য, এ সময়ে কোনো হিসাব বন্ধ করলে তার তথ্যও দুদকের পক্ষ থেকে চাওয়া হয়েছে।
নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, শশী কমিউনিটি সেন্টারটি ২০ বছর আগে করেছিলাম। আমার আয়কর বিবরণীসহ সবকিছুই সঠিক আছে। দুদকের উপ-সহকারি পরিচালক হোসাইন শরীফ বলেন, ‘পদ্মা অয়েলের সিবিএ সেক্রেটারি নাছির উদ্দিনের সম্পদ বিবরণীটি যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে এই বিষয়ে আরো তথ্য জানার জন্য সরকারি নানা দপ্তরে পত্র দেওয়া হয়েছে। তদন্তকাজ শেষ হলে বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানানো হবে।