ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেছেন, ‘সাধারণ অভিযোগের ওপর ব্যবস্থা নেওয়া খুবই কঠিন। সেক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ করতে হবে। কোন কেন্দ্র থেকে কখন, কাকে বের করে দেওয়া হয়েছে। আদৌ সেখানে কাউকে এজেন্ট হিসেবে দেওয়া হয়েছিল কিনা। তাছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কেউ বলেননি, যে কোনো কেন্দ্রে থেকে কারও এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বা আসতে দেওয়া হয়নি। কেউ যদি তার সুনির্দিষ্ট অভিযোগ করতে পারেন তাহলে আমরা ব্যবস্থা নেবো। তবে আমরা যেসব কেন্দ্রে গেছি এবং জানতে চেয়েছি তারা বলছে সব প্রার্থীর এজেন্ট আছে।’
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমিতে অবস্থিত নির্বাচন নিয়ন্ত্রণ কেন্দ্রে তিনি এসব কথা বলেন।
আবদুল বাতেন বলেন, ‘আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। কিছু জায়গা থেকে আমরা লিখিত ও মৌখিক অভিযোগ পাচ্ছি। সেক্ষেত্রে নিজেরা সরেজমিনে গিয়ে দেখছি। আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি। আরও বড় ধরনের সমস্যা হলে বিজিবি বা র্যাবকে বলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সহিংসতা বা এর পরিপন্থী কোনো ঘটনা পরিলক্ষিত হয়নি। কিছু ছোটখাটো ঘটনা ঘটছে। যা বাংলাদেশের রাজনৈতিক কালচার বলে পরিগণিত হয়। ছোট হোক, বড় হোক আমরা সব ধরনের অভিযোগের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। আবার কিছু স্বাভাবিক ঘটনা ঘটছে। যেমন- ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নতুন এসেছে। সেক্ষেত্রে একটা নতুন যন্ত্রের সঙ্গে ভোটারদের পরিচিত হতে সময় লাগছে। কিন্তু কেন্দ্র থেকে যারা ভোট দিয়ে আসছেন তারা হাসিমুখে বের হচ্ছেন।’
ভোটার উপস্থিতির হার ভালো, তবে একটু কম উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি ভোটার উপস্থিতির হার ভালো। তবে একটু কম। যেসব কেন্দ্রে উপস্থিতি কম আসলে সেগুলোতে ভোটার সংখ্যা কত তা আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। তাই আমরা শেষ পর্যন্ত দেখতে চাই।’