বগুড়ার ধুনটে জমি চাষ করার সময় রঞ্জু প্রামানিক (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১০টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামে ।
নিহত রঞ্জু প্রামাণিক ওই গ্রামের মোকছেদ আলী প্রামানিকের ছেলে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের আলতাব হোসেনের ছেলে সিএনজি চালক ফিরোজ আহম্মেদকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায় , গত শুক্রবার রাত ১০টার দিকে রঞ্জু মিয়া তার বাড়ির পাশেই পাওয়ার ট্রিলার দিয়ে বোরো ধানের জমি চাষ করছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন জমিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় রঞ্জু মিয়াকে পাওয়ার ট্রিলারের ওপর পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ধুনট থানার ওসি (ওসি সার্বিক) ইসমাইল হোসেন সংবাদ সংস্থা এফএনএস’কে বলেন, কে বা কারা কি কারণে রঞ্জু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি।
শেষ খবর পর্যন্ত হত্যা ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।