এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১নং কৈলাগ ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো. খুশিদ আলম গত ৩০ জানুয়ারি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্থানীয় সরকার আইন ২০০৯ সন এর ৩৯ ধারা অনুযায়ী কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া স্বাধীন এর বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচারনের মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগে ইউনিয়ন পরিষদের ১০জন ইউপি সদস্য অভিযোগ করেন সংশ্লিষ্ট দপ্তরে। সেই অনুযায়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ সন এর ৩৯ ধারা ধারা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি), বাজিতপর সরজমিন গিয়ে আনীত দুই-তৃতীয়াংশ ভোটে তার বিপক্ষে চলে যায়। সেই কারণে ঐ ধারা অনুযায়ী কৈলাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ জানুয়ারি ভূমি মন্ত্রনালয়ের উপসচিব মো. ইফতেখার আহম্মেদ চৌধুরী এক আদেশ জারি করেন। সেই প্রেক্ষিতে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ ) আইন, ২০০৯ এর ৩৫(২) ধারা মোতাবেক শূন্য ঘোষনার প্রেক্ষিতে গেজেট প্রকাশ করেন। বর্তমান ১১নং কৈলাগ প্যানেল চেয়ারম্যান- ১ মো. খুশিদ আলম জানান, বাকি দিনগুলি যাহাতে জনগণের উপকার করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন বলে উল্লেখ করেন।