গতকাল বাগেরহাট সদরের আড়পাড়া নেসাঃ সিদ্দিকীয়া দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরোয়ার আলী মোড়ল ও বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী মোড়ল। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ দেলোয়ার মোড়ল। এ সময় মাদরাসা সুপার মাওলানা আবদুল হক সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর দাখিল পরীক্ষায় ওই মাদ্রাসার ছাত্র খুলনা বিভাগের মধ্যে প্রথম স্থান মাহমুদুর রহমান ও চতুর্থ স্থান অধিকার করে সাইফুর রহমান।