মৌ-চাষে একসময় সাফল্য পেয়েছেন অনেকে। বিভিন্ন মৌসুমে নানা ফুলের মধু সংগ্রহে এক এলাকা থেকে অন্য এলাকা এবং কি এক জেলা থেকে অন্য জেলায় চলে যান খামারীরা। বর্তমানে মধু উৎপাদন বেশি থাকলেও, বিক্রি কম হওয়ার কারণে লোকশান গুনছেন মধু চাষীরা। সহজে বাজার জাত বা বোতল জাত করতে পারছেন না তারা। বিএসটিআইসহ নানা জটিলতার কারণে এখন অনেক মৌ-খামারীরা বিপাকে। তাই তারা সরকারের সহযোগিতা কামণা করেছেন।
ঢাকার পাশের জেলা মুন্সীগঞ্জ। এ জেলার ২ টি উপজেলা সিরাজদিখান ও শ্রীনগরে এ বছর প্রায় ৬ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। এ মৌসুমে সরিষার উপর নির্ভর করে ২ উপজেলায় ৪ টি মৌ খামার রয়েছে। প্রতি খামারীদের রয়েছে ৬০ থেকে ৭০ টি বাক্স। প্রতি বাক্ষে সপ্তাহে ২ থেকে আড়াই কেজি মধু সংগ্রহ করতে পারে খামারীরা। এ মৌসুমে ২৫ থেকে ৩০ দিনে মধু সংগ্রহ করেছে ২ টনেরও বেশি। প্রতিকেজি মধু পাইকারি বাজারে ১৮০ থেকে ২০০ টাকা এবং খুচরা বাজারে ৩০০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়। এ বছর পাইকার কম থাকায় লোকাশান গুনছেন মৌ-চাষীরা। এ মধু মানব দেহের জন্য বেশ উপকারী এবং এ মৌচাষের কারণে শষ্যের ফলন বেশি হয়ে থাকে।
অনেকে শহর থেকে মধু নিতে এসব অঞ্চলে আসেন। আবার শহরের কিছু মধু ব্যবসায়ী সরাসরি খামার থেকে মধু নিয়ে শহরে বিক্রি করেন।
সিরাজদিখানের মৌ খামারি মো. মনিরুজ্জামান লিটন বলেন তিনি ৪ বছর যাবৎ এ ব্যবসায় জড়িত। কিন্তু ব্যাবসায় সাফল্য পান নি। মৌচাষে তারা আশানুরুপ মধু সংগ্রহ করতে পারছেন। কিন্তু দাম কম খুচরা পাইকার কম হওয়ায় তারা মধু বিক্রি করতে পারছেন না। তাই তারা সরকারে দৃষ্টি আকর্ষণ করেছেন। যাতে এ মধু রপ্তানি করা যায়। তানা হলে অনেক খামারী এ ব্যবসা থেকে সরে যাবে।
শ্রীনগর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান তার উপজেলায় ৩ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। তার উপজেলায় এবার ২ জন খামারী মৌচাষ করছেন। তারা কৃষক এবং খামারীদের উদ্বুদ্ধ করে থাকে মৌ চাষের প্রতি। মৌচাষের কারণে পরাগায়ন বেশি ঘটে এতে কৃষকের ফলন ভালো হয়। এবং এ খাঁটি মধু মানব দেহের জন্য অনেক উপকারে আসে।
সিরাজদিখান উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন জানান, খামারীদের আমারা উদ্বুদ্ধ করি কারণ মৌ চাষের কারণে ফসল ভালো হয়। ভেজাল বিহীন মধু উৎপাদন হয়। এবার খামারী কমেছে। কারণ উৎপাদন ঠিক থাকলেও বিক্রি কম, দাম কম এবং খামারীরা সহজে বাজার জাত, বোতল জাত করতে পারছেনা। বিএসটিআইসহ অনেক জটিলতা আছে।