নোয়াখালীর সেনবাগ উপজেলার অজুর্নতলা ইউনিয়নের নাজিরনগর ও ছাতারপাইয়া ইউনিয়নের গাবতলী গ্রাম থেকে দুই মহিলার লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ এদের মধ্যে একজন হচ্ছে নাজির নগর ভূঁইয়া বাড়ি আকলিমা আক্তার প্রকাশ সুর্বনা (২২) ও অপরজন হচ্ছে ছাতারপাইয়া ইউপির গাবতলী জুগি বাড়ির পারুল আক্তার (২৩)। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই লাশ দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শনিবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মগে প্রেরণ করা হয়। এ ঘটনায় আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেনী।
জানাগেছে শুক্রবার দুপুর ১২ টার দিকে এক সন্তানের জননী আকলিমা আক্তার প্রকাশ সুর্বনার রহস্যজনক মৃত্যুর হয়। ওই ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পালাতক রয়েছে।
শ^শুর বাড়ির লোকজনে দাবি সুর্বনা বিষ পানে আত্মহত্যা করেছে। তবে, নিহত সুর্বনার পিতা দুলালের দাবি তার মেয়েকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ দিয়ে হত্যা করে। পরে তারা সে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়। নিহত সুর্বনার পিতার বাড়ি একই উপজেলার শায়েস্তানগর গ্রামে। সে ওই গ্রামের বজু মিয়ার বাড়ির দুলালের মেয়ে। সুর্বনার উম্মে সালমা রাইসা নামের ২ বছরের একটি মেয়ে রয়েছে।
অপরদিকে একই সময় উপজেলার ১নং ছাতারপাইয়া ইউপির গাবতলী গ্রামের জুগি বাড়িতে গৃহবধূ পারুল আক্তারের রহস্যজনক মৃত্যু হয়ে। তার পিতার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া গ্রামে। সে ওই গ্রামের মুন্সি বাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে। ৫বছর আগে তাদের বিয়ে হয়ে।
সেনবাগ থানার ওসি দায়িত্বে থাকা (ওসি-তদন্ত) মো. আলমগীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে । ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।