রাজশাহীর বাঘায় বাঘায় পূর্ব শত্রুতার জের ধরে অন্তঃস্বত্তা গৃহবধু নিলুফা বেগমকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার মা রোকেয়া বেগম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এ দ্বন্দ্বের জের ধরে উপজেলার পলাশিফতেপুর গ্রামের আবু সালাম খান, বাবুল খান ও হাজেরা বেগম সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নিলুফা বেগমের বাড়ির আঙ্গিনায় গিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। এ সময় তাদের গালিগালাজ করতে নিষেধ করায় বাঁশের লাঠি দিয়ে মারপিট করে আহত করে। আহত অবস্থায় অন্তঃস্বত্তা নিলুফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়ের বাড়ি পদ্মার চরের পলাশিফতেপুর গ্রামে বলে জানা গেছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।