দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার, রাজশাহী তানজিমুল হককে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাঘা উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিবাদ সভায় বাঘা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আমানুল হক আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লালন উদ্দীনের পরিচালনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সংস্থার সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য গোলাম তোফাজ্জল কবীর মিলন, আসলাম আলী, আশরাফুল আলম, আবদুস সালাম, জহুরুল ইসলাম, আবদুল কাদের নাহিদ, কামরুল হাসান, কামরুজ্জামান রিপন, নাহিদ মিঞা প্রমুখ।
উল্লেখ্য, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থাকাকালে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন রমজান আলী। সম্প্রতি দৈনিক যুগান্তরে এসব অনিয়মের ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী আরেকটি সংবাদ প্রকাশের প্রস্ততিস্বরুপ বক্তব্য নেয়ার জন্য সাংবাদিক তানজিমুল হক বৃহস্পতিবার রেলের এই কর্মকর্তাকে ফোন করেন। এ সময় অপ্রাসঙ্গিকভাবে পুরো সাংবাদিককের বিরুদ্ধে অশালীন ভাষায় কটুক্তি, অরুচিকর ভাষা প্রয়োগ ও বিষোদগার করেন রমজান আলী।