পাবনার চাটমোহর উপজেলার বরদানগর গ্রামে সেচযন্ত্র স্থাপন ও চাষাবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধের জের ধরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ স্থানীয় ইউপি মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন,ছাইকোলা ইউনিয়নের মেম্বার বরদানগর গ্রামের জুব্বার প্রামানিকের ছেলে মোঃ আঃ ওহাব ও আজির মোল্লার ছেলে মোঃ আজাদ হোসেনের সাথে যৌথভাবে সেচ স্কিম পরিচালনা করতেন মোঃ শহিদুল ইসলাম। কিন্তু বিদ্যুৎচালিত সেচযন্ত্রের বিদ্যুৎ বিল পরিশোধ না করে আঃ ওহাব আত্মসাৎ করেন। এনিয়ে গ্রামে ও থানায় সালিশ বৈঠক হয়। তখন মোঃ শহিদুল ইসলাম আলাদাভাব সেচ স্কিম বসায়। এজন্য উপজেলা সেচ কমিটির অনুমোদন নিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচযন্ত্র চালু করেন। কিন্তু আঃ ওহাব এই স্কিমের ভেতর ডিজেল চালিত স্যালোমেশিন চালু করে চাষাবাদে বাধা সৃষ্টি করছেন। শুধু তাই নয়,আঃ ওহাব বারবার উপজেলা অফিসে ও বিদ্যুৎ অফিসে মিথ্যে অভিযোগ দিয়ে শহিদুল ইসলামকে হয়রানী করছেন। ইউপি সদস্য আঃ ওহাব নিজে সেচ স্কিমের অনুমোদন না পেয়ে শহিদুল ইসলামের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। এতে ব্যর্থ হয়ে সে ডিজেল চালিত স্যালোমেশিন বসিয়ে চাষাবাদে বিঘœ সৃষ্টি করাসহ জমির মালি দের ও শহিদুল ইসলামকে হুমকি ধামকি দিচ্ছেন। ইউপি সদস্য আঃ ওহাব শহিদুল ইসলামের স্কিমের জন্য তৈরি ড্রেন দিয়ে পানি দিতে দিচ্ছেন না। যেসব জমির মালিক তার আওতায় আসবে না,তাদের জমি পতিত রাখার হুমকি দিচ্ছেন।
ভুক্তভোগী শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন,এ পর্যন্ত উপজেলা অফিস ও বিদ্যুৎ অফিস অন্ততঃ ১০ বার তদন্ত করে আমার পক্ষে প্রতিবেদন দিয়েছে। আমি ১৪ বছর যাবত স্কিম করে আসছি। ইউপি সদস্য আঃ ওহাব বারবার আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানী করছেন। শহিদুল ইসলাম ইউপি সদস্য আঃ ওহাবের বিরুদ্ধে অনুমোদনবিহীন সেচযন্ত্র স্থাপন ও হুমকি দেওয়ার তদন্ত দাবি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ইউপি সদস্য আঃ ওহাবের সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।