গাজীপুরের কাপাসিয়ার প্রত্যন্ত এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে চলছে সীসা উৎপাদনের কাজ। এলাকাবাসীর অভিযোগে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা'র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দু'টি অবৈধ সীসা কারখানা বন্ধ করে দেয় এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সম্প্রতি উপজেলার সিংহশ্রীর বড়িবাড়ি এলাকার জনাবালীর টেক এবং রায়েদের ভূলেশ্বর এলাকার বেলাভাঙ্গা বাজার সংলগ্ন নির্জন স্থানে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা উৎপাদনের কারখানা তৈরী হয়েছে। এলাকার কিছু অসাধু লোকজনের ছত্র-ছায়ায় গাইবান্ধা, মানিকগঞ্জ, বগুড়া, শ্রীপুর ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে এই এলাকার পুরাতন ব্যাটারী কিনে এনে এই কারখানায় পুড়িয়ে সীসা তৈরী করছে। কাপাসিয়ার বিভিন্ন অঞ্চলে লোকচক্ষুর আড়ালে কৌশলে চলছে কয়েকটি কারখানা। আর এই কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। তাতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এমনকি আক্রান্ত হচ্ছে জমির ফসলও। ওই এলাকার মাঠের ঘাস খেয়ে গবাদি পশু মারা যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশে টিনের তৈরি ঘরে চলছে কারখানার কাজ। কোনো সাইনবোর্ড না থাকলেও কাছে গেলেই বোঝা যায়, ভেতরে রয়েছে একটি কারখানা। এখানে পুরনো ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপদনের কাজ চলছে রাতদিন। কারখানা থেকে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। তা ছড়িয়ে পড়ছে চারদিকে। এই ধোঁয়ার কারণে আশপাশের এলাকাবাসীর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। বিভিন্ন রোগে আক্রান্তও হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
কয়েকজন স্থানীয় ব্যক্তিরা জানান, ব্যাটারির ধোঁয়া ঘাসের ওপর পড়ে। আর সেই ঘাস গরু খেলেই মারা যায়। এ পর্যন্ত ৩০/৩৫টি গরু মারা গেছে ওই এলাকায়। এছাড়া আম, কাঁঠাল ও বিভিন্ন ফলমূলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাদের। তারা কারখানাটি দ্রুত বন্ধ করতে প্রশাসনের প্রতি কিছুদিন যাবতযাবত দাবী জানিয়ে আসছিল।
এলাকা ঘুরে দেখা গেছে, এ কারখানায় যারা কাজ করছে, তাদের অনেকের বয়স ১৮ বছরের কম। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করার সময় কোনো মাস্কও ব্যবহার করে না শ্রমিকরা। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও কারখানা সংলগ্ন স্থানে। দুই ভাগে ভাগ হয়ে ২৪ ঘণ্টাই কাজ করছে শ্রমিকরা। দিনের শ্রমিকরা ব্যাটারি ভেঙে খুলে রাখেন, আর রাতে চলে ব্যাটারি পোড়ানোর কাজ।
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বড়িবাড়ির কারখানা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার আবু জাফর (৪০) এবং ভূলেশ্বরের কারখানা থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার জহিরুল ইসলাম সিকদার (৫০) নামে দুইজনকে আটক করে। পরে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া আগামী কয়েকদিনের মাঝে কারখানার সকল মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে মুচলেকা নেয়া হয়। অভিযান পরিচালনার সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, থানার এএসআই কায়েশ, উপজেলা ডেইরী খামারী এসোসিয়েশনের কর্মকর্তা শরীফ সহ এলাকার গম্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা ডেইরী খামারী এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান তুহিন জানান, দেশের বিভিন্ন জায়গায় ইতিপূর্বে অবৈধ সীসা উৎপাদন কারখানার বিষাক্ত গ্যাসের ফলে গবাদিপশু মারা গেছে। এনিয়ে অন্যান্য স্থানে ব্যাপক তোলপাড় হয়েছে। অন্যত্র থেকে বিতাড়িত হয়ে স্থানীয় কিছু অসাধু মাতাব্বরদের সহযোগিতায় এই কারখানা চালাচ্ছিল। ব্যাটারি পুড়িয়ে সীসা গলানোর কারণে জনস্বাস্থ্য বা পরিবেশ বিপর্যয় নিয়ে তাদের কোন মাথাব্যথা নেই। বেশকিছু দিন যাবত এলাকার অসংখ্য গরু মারা গেছে। তাই বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছিল। কিন্ত কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় কৃষককে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ ইসমত আরা বলেন, ‘ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল। এটা আশপাশের মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং গাছপালার বিপর্যয় হচ্ছিল।ইতিমধ্যে বেশকিছু গবাদিপ্রাণি মারা যাবার খবর পাওয়া গেছে। তাই তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইটি কারখানা বন্ধ এবং জরিমানা করা হয়েছে। শিগগিরই অন্যান্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আমাদের পরিবেশ সম্পর্কিত যে বিভাগগুলো আছে, তাদের নির্দেশনা দেবো যেন এখানে তদারকি করে ব্যবস্থা নেওয়া হয়। ইতিপূর্বেও কয়েকটি অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।
এব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, খবর পেয়ে তিনি কিছু এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। কয়েকটি গরু এ্যানথ্রাক্স রোগে মারা যেতে পারে বলে মাঠকর্মীরা জানিয়েছিল। তাই ওই এলাকার গবাদিপশুকে প্রতিষেধক টিকা দেয়া হয়েছে। কি কারনে এভাবে গবাদিপশু মারা যাচ্ছে, তা পরিক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে।