বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির প্রতিনিধি সমাবেশ-২০২০ ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টার সময় ঢাকার তোপখানা রোডের বিএমএ ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের আয়োজনে এবং কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খাঁন নিখিল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি জলিলুর রহমান প্রমূখ। এ সমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রধান উপদেষ্টা তোফায়েল আহমেদ।
এসময় বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ পরিবার পরিকল্পনা রাজস্ব খাতে স্থান পেয়েছে। সেই সাথে আমাদের নিয়োগ বিধি পরিবর্তন করার জন্য সরকারের কাছে দাবী জানাই। বাংলাদেশের উন্নয়নে পরিবার পরিকল্পনা বিভাগ অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে। এই বিভাগের মাঠ কর্মচারীরা দেশের বিভিন্ন জেলা-উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে চলেছে। পরিবার পরিকল্পনা বিভাগ থাকার কারণে দেশে তুলনামূলক ভাবে জনসংখ্যা বৃদ্ধি অনেক কম।
দুটি সন্তানের বেশী নয়, একটি হলে ভালো হয় এ স্লো-গানকে সামনে রেখেই পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মিরা কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারীদের পরামর্শ গ্রামগঞ্জের মানুষ গ্রহণ করছে এবং তা পালনও করছে। মাঠকর্মচারীদের এ ধরনের কঠোর পরিশ্রম করার কারণে দেশে আজ জনসংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। দেশে ১৬ কোটির উর্ধ্বে জনসংখ্যা রয়েছে, যদি পরিবার পরিকল্পনা মাঠে কাজ না করত তাহলে আজ দেশে জনসংখ্যা থাকতো ২০ কোটিরও উপরে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি শান্তি প্রিয়ও দেশে পরিনত হয়েছে।
দেশের প্রতিটা মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে। ঘরের পাশেই রয়েছে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সেবা কেন্দ্র। পরিবার পরিকল্পনার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি থাকার কারণে রাজস্ব বোর্ডে স্থান পেয়েছি। এ ছাড়া এই মাঠ কর্মিদের অক্লান্তÍ পরিশ্রমের কারণে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। যার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী সাউথ-সাউথ পুরষ্কারে ভূষিত হয়েছেন।
বক্তারা আরো বলেন শিক্ষা যোগ্যতা উন্নতিকরন সহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন, ২০০৮ সালে নিয়োগপ্রাপ্ত ”এফপিআই” দের সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন, এফডব্লিউএ দের ৪র্থ শ্রেনীর পরিপত্র দ্রুত বাতিল সহ গ্রেড উন্নতিকর করতে হবে। অতিথিবৃন্দ মাঠ কর্মচারীদের দীর্ঘদিনের নায্য দাবীর প্রতি সম্পূর্ন সহমত পোষন করেন এবং এ সকল দাবী বাস্তবায়নে মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর করার সু-ব্যবস্থা করবেন বলে অশ্বস্থ করেন।
দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠকর্মচারী সমিতি কেন্দ্রিয় নির্বাহী পরিষদের কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি হিসেবে সাবিহা মরিয়ম শান্তা এবং মোঃ মমিনুল হককে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।