শুক্রবার ভোররাতে শ্রীমঙ্গলে বৃস্টিপাত হয়েছে। বৃস্টির কারণে আকাশে মেঘ থাকায় ও সকালে ঘন কুয়াশা থাকায় শীত কমে গিয়ে তাপমাত্রা বেড়েছে। এসব তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম।
তিনি আরো জানান, শুক্রবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম আরো জানান, আজ ভোররাত ৩টা ২০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গলে বৃস্টিপাত হয়েছে। স্হানিয় আবহাওয়া অফিস বৃস্টিপাত রেকর্ড করেছে ৫.২ মিলিমিটার।