শুক্রবার ভোররাতে শ্রীমঙ্গলের চা শিল্পাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। গত ১ জানুয়ারি শুরু হওয়া চলতি চা উৎপাদন মৌসুমের শুরুতে প্রথম এই বৃষ্টিপাত চা শিল্পের জন্য বয়ে এনেছে আশীর্বাদ। চা উৎপাদক মহলসহ চা সংশ্লিস্ট সকলের মনে এই বৃষ্টিপাত খুশীর বার্তা নিয়ে এসেছে। মৌসুমের শুরুতে এ বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদ হয়েও দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম জানান, আজ ভোররাত ৩টা ২০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গলে বৃষ্টিপাত হয়েছে। স্হানীয় আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে ৫.২ মিলিমিটার।
শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. একেএম রফিকুল হক এই বৃষ্টিপাতের কথা উল্লেখ করে বলেন, এই বৃষ্টির ফলে প্রুনিং করা চা গাছে আর্লি কুঁড়ি আসবে। ইরিগেশন কম লাগবে। ইয়াং টি'র জন্য ভাল সুফল বয়ে আনবে। তিনি আরো বলেন, এই বৃষ্টিতে নতুন শুরু হওয়া মৌসুমের শুরুটা ভাল হলো।