ভূরুঙ্গামারী কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ ইউনিয়নের ১৪ ব্যাচে মোট ৪২০ জন কৃষকের প্রশিক্ষণের সমাপনী দিনে বৃহস্পতিবার ডক্টর মুহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রধান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী, কুড়িগ্রাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নিরাপদ সবজি উৎপাদন, হাইব্রিড উৎপাদন প্রযুক্তিতে ফুলকপি, বাঁধাকপি টমোটোর উৎপাদন প্রযুক্তি, ধান, গম, ভুট্টা ফসলের রোগ বালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, আম, লিচু, বারি মাল্টা-১, নটকল ফল বাগান স্থাপন ও ব্যবস্থাপনার কলকৌশল বিষয়ে ৪২০ জন কৃষক প্রশিক্ষণ নিয়ে উপকৃত হয়।
ভূরুঙ্গামারী উপজেলার কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান এ উপজেলার ৪২০ জন কৃষক প্রশিক্ষণে প্রতিজনে ৩০০/- টাকা সম্মানী ভাতা হিসেবে গ্রহণ করেন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুর রশিদ মণ্ডল প্রশিক্ষণে সক্রিয় ভূমিকা রাখেন।