বগুড়ার ধুনটে এনজিও’র ঋণের টাকা পরিশোধ করতে না পেরে লিটন চন্দ্র শীল (৩০) নামের এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছে। সে সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের সুভাস চন্দ্র শীলের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৮টায় তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরণ করেছে ধুনট থানা পুলিশ।
ধুনট সদর ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার এতথ্য নিশ্চিত করে জানান, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার নিয়ে পেঁচিবাড়ি বাজারে স্বর্ণকারের ব্যবসা চালিয়ে আসছিল লিটন চন্দ্র শীল। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় সে পেঁচিবাড়ী বাজার থেকে দোকান সরিয়ে নিজ বাড়ীতে দোকান করার প্রস্তুতি নেয়। এ অবস্থায় এনজিও প্রতিষ্ঠান ও পাড়া প্রতিবেশীরা টাকার জন্য লিটন চন্দ্র শীলকে চাপ নেয়। তাই ঋণের দায় এড়াতে বুধবার রাতের কোনো একসময় সবার অগোচরে নিজ বাড়ীতে নতুন দোকানের তীরের সাথে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি সার্বিক) ইসমাইল হোসেন জানান, লিটন চন্দ্র শীল নামের এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।