শহরের বসবাসরত জনগণের সেবামূলক ও জনবান্ধব কর্মকা- পরিচালনার উদ্দেশ্যেই রাজউক গঠন করা হয়েছিলো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রাজউক এখন সেবার পরিবর্তে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনিয়ম ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে রাজউক এখন তার মূল ভূমিকা থেকেই সরে গেছে বলে আমরা দেখছি। গত বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক প্রকাশিত ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজউক ও দুর্নীতি’ এখন সমার্থক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দুর্নীতিতে একাকার। অনিয়ম ছাড়া সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য বিরল। নিয়ন্ত্রকের ভূমিকা বাদ দিয়ে মুনাফা অর্জনকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রাজউক। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য নিরপেক্ষ ও পর্যাপ্ত ক্ষমতায়িত এবং প্রভাবমুক্ত সম্পূর্ণ পৃথক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে।
টিআইবি বলেছে, রাজউক এতদিনেও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি। নিয়ন্ত্রকের ভূমিকা বাদ দিয়ে রাজউক এখন মুনাফা অর্জনকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়নমূলক কর্মকা-ের নামে মুনাফা অর্জন এবং নিয়ন্ত্রকের ভূমিকা আলাদা করতেই হবে। দীর্ঘ দিনের চর্চার ফলে রাজউকের ব্যবসায়িক মানসিকতা যেহেতু আর বদলানো যাবে বলে মনে হয় না, তাই আইনের যথাযথ সংশোধন করে রাজউকের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য সম্পূর্ণ পৃথক, নিরপেক্ষ এবং পর্যাপ্ত ক্ষমতায়িত ও প্রভাবমুক্ত কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে।
বিভিন্ন প্রকল্পে সেবাগ্রহীতাদের সাথে প্রতারণা, হয়রানির ও নিয়ম বর্হিভূত আর্থিক লেনদেন ছাড়া রাজউক থেকে ছাড়পত্র ও নকশা অনুমোদন হয়েছে এমন দৃষ্টান্ত আছে বলে আমাদের জানা নেই। অধিকাংশ ক্ষেত্রে রাজউক কর্মকর্তা, দালাল ও সেবাগ্রহীতার মধ্যে ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে চুক্তি করে সুনির্দিষ্ট হারে নিয়মবহির্ভূত অর্থ নেয়া হয়। জরিপের সময়ও চুক্তিভিত্তিক নিয়মবহির্ভূত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। যদিও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম টিআইবির গবেষণা প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেন। তিনি বলেন, অনুমানভিত্তিক অভিযোগ এনে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানকে হেয় করা থেকে টিআইবিসহ অন্যদের সরে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন। প্রধানমন্ত্রী উক্ত প্রতিশ্রুতি কঠোরভাবে ধারণ ও দুর্নীতি বিনাশে যাদের উপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন তারা তাহলে কী করছেন? গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মহোদয় টিইবির গবেষণার প্রতিবাদে যতোই সাফাই গান না কেন, তাতে পানি গরম হবে না। শুধু রাজউক কেন? সরকারের প্রতিটি সেক্টর পুরোপুরি দুর্নীতির সাথে মিশে গেছে। অর্থ ব্যতীত কোনও অফিস দ্রুত কাজ করে না।
দুর্নীতি দেশের উন্নয়ন ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত করছে, এ ব্যাপারে দ্বিমত পোষণের অবকাশ নেই। কাজেই দুর্নীতি রোধে সরকারের কঠোর হওয়া প্রয়োজন। আমরা আশা করবো, সেবা, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে দেশে দুর্নীতিমুক্ত রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়িত হবে।