মাদ্রাসা থেকে বাসায় ফেরার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো শিশু শ্রেণির ছাত্রী লাবণ্য আক্তার (৮) এর প্রাণ। শোকে মোহ্যমান হয়ে পড়ল সহপাঠিসহ এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় খুলনার ফুলতলা আহমাদিয়া মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী লাবণ্য মাদরাসা থেকে বাসায় ফিরছিল। খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা ট্রাক ইউনিয়নের কাছাকাছি পৌঁছালে ট্রাক ঢাকা মেট্রো-ট-১১-০৬৭০ নম্বর ট্রাক ঘুরানোর সময় পিছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই লাবনীর মৃত্যু ঘটে। এ সময় ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। লাবনী পাশ্ববর্তী রশিদ ডিলারের চাতালের ভাড়াটিয়া হাওলাদার রুহুল আমিন রানার কন্যা। পরে হাইওয়ে থানা পুলিশ পরিত্যক্ত ট্রাকটি জব্দ করে।