মুলাদী উপজেলার উত্তরাঞ্চলের ৭টি গ্রামের মানুষের মাঝে বোমা আতঙ্ক দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী, উত্তর বালিয়াতলী, উত্তর পাতারচরসহ ছয় গ্রামে রাতের বেলা বোমা, ককটেল বিস্ফোরন হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। একাধিক মামলার আসামীরা এলাকায় অবস্থান নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষে বোমা ফাটিয়ে নিজের অবস্থান জানান দিচ্ছে বলে পুলিশের ধারণা। জানাগেছে চলতি বছরের শুরুর দিকে উপজেলা সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও উত্তর বালিয়াতলী এলাকায় রাতের আধারে বোমা বিস্ফোরিত হয়। পরবর্তীতে প্রায় প্রতি রাতেই বালিয়াতলীসহ উত্তর পাতারচর, লক্ষ্মীপুর, চরপদ্মা, ব্রজমোহন, ভেদুরিয়া এলাকায় দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। ওইসব এলাকার সাধারণ মানুষ ভয়ে রাতে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। গত ২৯ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১০টার দিকে একদল দুর্বৃত্ত ২৩নং ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পর পর দুইটি বোমা ফাটায়। নাম প্রকাশে অনিচ্ছুক ভেদুরিয়া গ্রামের একজন বাসিন্দা জানান ২০/২৫ বছরের যুবকেরা প্রায় রাতেই এলাকায় বোমাবাজি করে থাকে। উত্তর বালিয়াতলী গ্রামের আলমগীর কবিরাজ তার বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আলমগীর কবিরাজের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বোমা আতঙ্কের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান প্রায় রাতেই দুর্বৃত্তরা এলাকায় বোমা/ককটেল ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করছে। সফিপুর ইউনিয়ন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান সফিপুর ইউনিয়নের ৬/৭টি গ্রামে প্রায় রাতেই ককটেলের শব্দ পাওয়া যায়। হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আলমগীর কবিরাজ সীমান্ত এলাকায় অবস্থান করে তার প্রতিপক্ষের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষে ককটেল/বোমা ফাটিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা চালিয়ে থাকতে পারে। মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দীন মৃধা জানান ককটেল ফাটিয়ে যারা আতঙ্ক সৃষ্টি করছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।