শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্যমেলা, দুর্নীতিবিরোধী র্যালি, আলোচনা সভা, কার্টুন প্রদর্শনী, প্রাতিস্টানিক তথ্য ভাণ্ডার উপস্হাপন, তথ্য অধিকারভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী স্বাক্ষর সংগ্রহ অভিযান অনু্ষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির আয়োজনে এবং দুর্নীত দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দিনব্যাপী এ অনু্ষ্ঠানমালার আয়োজন করা হয়।
আজ সকালে শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে এর উদ্ধোধন করেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
শাহ আরিফ আলী নাসিমের সঞ্চালনায় এবং শ্রীমঙ্গল সচেতন নাগরিক কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মো. ফারুক আহমদ পিপিএম (বার), হবিগঞ্জ দুদকের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রধান তথ্য কমিশনার তথ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দুর্নীতিবিরোধী র্যালিতে অংশ নেন।
বিকেলে তথ্য অধিকারভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।