নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৃথকস্থানে অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, বিদেশি মদ ও বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
বুধবার রাতে নোয়াখালী জেলা ডিবি পুলিশ তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।
আটককৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভার আলীপুর চাপরাশি বাড়ীর শাহজাহানের ছেলে গিয়াস উদ্দিন (২৯) ও কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালামিয়ার পোল সংলগ্ন তিতাগাজী বাড়ীর গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ওয়াসিম (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার জানান, সন্ধ্যায় জেলা শহরের পুরতান কোর্ট বিল্ডিং এলাকার আইনজিবী সমতির ক্যান্টেনের সামনে অভিযান চালিয়ে ১৬ বোতল ফেনসিডিলসহ গিয়াস উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে কবিরহাট উপজেলার কালামিয়ার পোল সংলগ্ন তিতাগাজী বাড়ীতে অভিযান চালিয়ে ওয়াসিমকে আটক করা হয়। পরে তার একটি টিন শিডের পাকা ঘরের খাটের নিছ থেকে ১৬ বোতল বিদেশি মদ ও ৮ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।