ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ তারা কীভাবে কাজ করবে সে বিষয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, আনসার, র্যাব ও সশস্ত্র বাহিনীর সদস্যদের কার কী কাজ তাও নির্ধারণ করে দেওয়া হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (০১ ফেব্রুয়ারি, ২০২০)। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের বিষয়টি অনেকাংশেই আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ভূমিকার ওপর নির্ভর করে। তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ ও নিষ্ঠার সঙ্গে পালন করলে, নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। সেজন্য তারা কে কীভাবে কাজ করবে তার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের জন্য প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রসহ চার পুলিশ, প্লাটুন কমান্ডার ও আনসার সদস্যসহ থাকবে মোট ১২ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ছয় জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্যসহ ১৮ জন দায়িত্ব পালন করবেন। মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের জন্য রাখা ইভিএম ও ইভিএমের কারিগরি সহায়তার জন্য একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক হাজার ৩১৮ ও দক্ষিণ সিটি করপোরেশনে এক হাজার ১৫০ ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১২৯ মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৪৩ এবং ৫২ রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স মোতায়েনসহ র্যাবের ১৩০ টিম এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৫ প্লাটুন দায়িত্ব পালন করবে।
এদিকে নির্বাচনি কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রতিকেন্দ্রে ইউনিফর্ম পরিহিত দুই জন সেনা সদস্য নিয়োজিত থাকলেও তারা কোনো ধরনের অস্ত্র ও গোলাবারুদ বহন করবেন না। তবে দায়িত্ব পালনের সময় ইভিএমের মাধ্যমে ভোট প্রদান যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করবেন।