বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও জামিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র বৃহত্তম জানাজা বৃহস্প্রতিবার দুপুর ২টায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কয়েক লাখ মুসল্লি জানা যায় অংশ নেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু শোক জানিয়েছেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতীব মাও.মিজানুর রহমান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি মাও.মুফতি ফয়জুল্লাহ,মুফতি মো. ওয়াক্কাছ, বেফাকের মহাসচিব মাও. আঃ কদ্দুছ, গুলশান মসজিদের খতীব মাও. মাহমুদুল হাছান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যড. এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম মাও. আবুল খায়ের সাইফুল্লাহ, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাও. উবায়দুর রহমান খান নদভী, কলামিষ্ট ও সাংবাদিক মাও. শরীফ মাহমুদ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর ছোট ভাই আল জামিয়াতুল ইমদাদিয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাব্বির আহমেদ রশিদ, শাইখুল হাদিস মাও.শফিকুর রহমান জালালাবাদী, মাও. এমদাদুল্লাহ, মাও.শুয়াইব বিন রউফ প্রমুখ।
জানাজার নামায শেষে মরহুমের লাশ তারাপাশা নুরানী মাদরাসা সংলগ্ন পারিবারিক কবর স্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাও. আনজার শাহ তানীম। এ সময় বাংলাদেশের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামগণ, প্রশাসনের কর্মকতাগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক লাখ মুসল্লি উপস্থিত ছিলেন।
এর আগে নামাজে জানা যায় অংশ নিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফজরের নামাজের পর থেকেই মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ ময়দান অভিমুখে। সকাল ১০টার দিকেই পূর্ণ হয়ে যায় সাত একর আয়তনের বিশাল ঐহিত্যবাহী মাঠটি। সকাল পৌনে ১১টায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর লাশ শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধাভাজন এই আলেমকে অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো একনজর দেখেন লাখো লাখো মানুষ। তার আগে বাদ ফজর থেকে মরহুমের কর্মস্থল জামিয়ায় লাশ রাখা হলে ছাত্র শিক্ষকসহ সর্বস্তরের জনতার কান্নার রোল পড়ে এক হৃদয় বিতারক দৃশ্যোর সৃষ্টি হয়।
উল্লেখ্য রাজধানীর ধানমন্ডির শঙ্করে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ভেন্টিলেশনে কৃত্রিম উপায়ে বাইরে থেকে মেশিনের সাহায্যে তাঁর শ্বাসপ্রশ্বাস চালু রাখার চেষ্টা করেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (২৫ জানুয়ারি) তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে নেয়া হয়। ডা. তাহসিন সালামের তত্বাবধানে থাকা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ এর শারীরিক অবস্থা মঙ্গলবার (২৮জানুয়ারি) ভোর রাতে সংকটাপন্ন অবস্থায় উপনীত হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মহাপরিচালক,কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কওমী মাদরাসার পরিচালনা কমিটির দায়িত্বসহ সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এর আগে গত ১০ অক্টোবর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ চিকিৎসার জন্য ব্যাংককে যান। ব্যাংককের ফাইয়া থাই নওয়ামী ইন্টারন্যাশনাল হসপিটালে তিনি শারীরিক পরীক্ষার পাশাপাশি চিকিৎসা নেন। ব্যাংককে চিকিৎসা শেষে দুই মাস ৩ দিন পর গত ১৪ ডিসেম্বর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশে ফিরেন। হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব। দীর্ঘদিন সিলেটের হজরত শাহজালাল দর্গা মসজিদের খতিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর চমৎকার তিলাওয়াত, শুদ্ধ বাংলা ও সাবলীল আলোচনায় মুগ্ধ হয় দেশের কোটি তৌহিদী জনতা। দেশে-বিদেশে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও ভক্ত। তাঁর মৃত্যুর সংবাদে কিশোরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।