পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘীতে ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী এ্যাড. নূরুল ইসলাম সুজন এমপি। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা তাদের নিজস্ব সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মন্ত্রীকে স্বাগত জানায়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. নূরুল ইসলাম সুজন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র এ্যাড. মো. ওয়াহিদুজ্জামান সুজা, ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান মো. আবদুল জব্বার। এর আগে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্স ভবন এর উদ্বোধন করেন। মন্ত্রী এ সময় অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্মিত মাল্টিপারপাস কমপ্লেক্সেটি ঘুরে দেখেন।
এরপর দুপুরে মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে একটি নতুন অ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন।
সব শেষে রেলপথ মন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজন বোদা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে একটি নতুন অগ্নিনির্বাপণ গাড়ির উদ্বোধন করেন।